সোসাইটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪৮ এএম, ১০ মে ২০২৫ শনিবার

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন শাহ নেওয়াজ। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের এই মাদার সংগঠনের ২০ হাজার সদস্য চলতি বছরের প্রথম দিকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কার্যকরি কমিটি নির্বাচিত করে। এতে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী। গঠিত হয় উপদেষ্টা পরিষদও। রোববার ৪ মে সোসাইটির কার্যালয়ে ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদের শপথ বাক্য পাঠ করান আতাউর রহমান সেলিম। এরপর উপদেষ্টা পরিষদ সর্বসম্মতক্রমে শাহ নেওয়াজকে আগামী ২ বছরের জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করেন। আগামী ১ জুন ট্রাস্টি বোর্ড আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করবে।
শাহ নেওয়াজ নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে পরিচিত মুখ। তিনি সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইনসুরেন্সের প্রেসিডেন্ট। বাংলাদেশি এই ব্যবসায়ী এক প্রতিক্রিয়ায় বলেছেন, প্রায় শূন্য হাতে এই যুক্তরাষ্ট্রে এসেছিলাম। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আজ থেকে এই সোসাইটির কল্যাণে নিজেকে শপে দিলাম। বাংলাদেশিদের প্রিয় সংগঠনকে এগিয়ে নিতে সব ধরনের প্রচেষ্টা আমার থাকবে।
ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন আতাউর রহমান সেলিম আখতার হোসেন, কাজী আজহারুল হক মিলন, আব্দুর রহিম হাওলাদার, ফখরুল ইসলাম দেলোয়ার, আতোয়ারুল আলম. জোনায়েদ চৌধুরী, আহসান হাবিব, আজিমুর রহমান বোরহান, কাজী আজম, ডাঃ এনামুল হক ও নাঈম টুটুল।