শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৭ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

ভারত-পাকিস্তান উত্তেজনা

বাংলাদেশে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা!

মাসুদ করিম, ঢাকা থেকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪১ এএম, ১০ মে ২০২৫ শনিবার



 
যুদ্ধের আগুনের পুড়ছে ভারত-পাকিস্তান। তার উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। পাশের বাড়িতে আগুন লাগলে তার উত্তাপ প্রতিবেশির বাড়িতে লাগবেই। উত্তাপের জেরে বাংলাদেশের সর্বত্র এখন যুদ্ধ নিয়ে আলোচনা। বিশে^র শক্তিশালী ‘রাফাল’ যুদ্ধ বিমানগুলো পাকিস্তান কীভাবে কুপোকাত করলো। পাকিস্তানের ক্ষেপনাস্ত্রগুলো আকাশে কাজ করলো না কেন। হামলা-পাল্টা হামলা - এমন কতদিন চলবে। হাজারো আলোচনা চায়ের স্টলে, ফেসবুকে, সর্বত্র। পত্রিকায় গরম হেডিং। টিভি টকশোতে যুদ্ধ ছাড়া কথা নেই। এসব আলোচনায় ভারত-পাকিস্তান ক্রিকেটের সমর্থকদের মতো দুই পক্ষে ভাগ হয়ে যাচ্ছে জনমত। তবে ‘রাজা-উজির মারা’ ছাপিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি কাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা। রাজনীতিতে কী প্রভাব পড়বে তাই নিয়ে উদ্বেগ। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থনীতির ক্ষতি হচ্ছে।
বাংলাদেশে সবচেয়ে বেশি নাজুক অবস্থায় পড়েছে অর্থনীতি। নানা সংকটে অর্থনীতি। বাজেট প্রস্তুত করতে গিয়ে তারা গলদঘর্ম। অনেক রক্ষনশীল বাজেট করা হচ্ছে। উন্নয়ন ব্যয়, বিলাসী ব্যয় কমানো হচ্ছে। নতুসকর্মসংস্থান নেই বললেই চলে। এর মধ্যেই জুনের প্রথম সপ্তাহে পেশ হচ্ছে বাজেট। অর্ন্তবর্তি সরকার ক্ষমতায় তাই পার্লামেন্ট কার্যকর নেই। অর্থনীতির ওপর নানা কারণে বিরুপ প্রভাবে ক্ষতিগ্রস্ত। এই সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে সংকটের সৃষ্টি করেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পরই ভারত অঙ্গীকার করেছিলো যে, তারা প্রতিশোধ নেবে। সেই প্রতিশোধই তারা নিয়েছে। পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মিরে পরিচালিত হয়েছে এই হামলা। তার জবাবে পাকিস্তানও হামলা করেছে।
তীব্র উত্তেজনা স্বল্পমেয়াদী যুদ্ধে রুপ নিলে বাংলাদেশের অভাবনীয় ক্ষতি হবে। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। এটা কিছুটা আশার আলো দেখাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। শেয়ারবাজারে শুরুতেই এক হাজার কোটি টাকা হারিয়ে গেছে। আমদানি-রফতানি ব্যাপক ক্ষতি হবে। যুদ্ধ বড় হলে ভারত নিজস্ব চাহিদা মেটাতে পণ্য রফতানি বন্ধ করতে পারে। এতে বাংলাদেশের সমস্যা হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যোগযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়বে। এসবের প্রভাব রাজনীতিতে পড়বে। নির্বাচন অনিশ্চিত হলে অবাক হবার কিছু থাকবে না।