ড. ইউনূসের বাসভবন ঘিরে শিবির-এনসিপির অবস্থান
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৪০ এএম, ১০ মে ২০২৫ শনিবার

আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন ‘যমুনা’র সামনে বৃহস্পতিবার রাতভর অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ছাত্র শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা। প্রথমে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই অবস্থানে নেতৃত্ব দিয়েছেন। অবস্থানকারীরা আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা ধরনের স্লোগান দিয়ে মুখরিত করে রাখে।
জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র শিবির ছাড়াও যমুনার সামনে অবস্থান নেয় জুলাই ঐক্য, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইনকিলাব মঞ্চ, ছাত্র পক্ষের নেতাকর্মীরা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, আপ বাংলাদেশের আলী আহসান জুনায়েদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক তাসনীম জারা, যুগ্ম আহবায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম, তাজনূভা জাবীন, সারোয়ার তুষার, রাফে সালমান রিফাত, মোহাম্মদ হিযবুল্লাহ, শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি প্রমুখ।
বৃহস্পতিবার রাত দশটার পর অবস্থান কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ-র্যাব সতর্ক অবস্থানে থাকে। অন্যদিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে নানা স্লোগান দিতে দেখা যায়। রাতে শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে শেরাটন হোটেলের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, মনিরা শারমীন, আব্দুল কাদের, গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্যসচিব জাহিদ আহসান, জুলাই ঐক্যের এবি জুবায়ের, মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে জানা যায়।
রাত দশটা থেকে অবস্থান কর্মসূচির ডাক দিয়ে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে জানান, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত দশটা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।
প্রধান উপদেষ্টার উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমরা আপনাকে সম্মান করি। যতক্ষণ না পর্যন্ত ঐ গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত কেউ এখান (যমুনার সামনে) থেকে উঠবো না।