আমেরিকান কারী অ্যাওয়ার্ড হাইজ্যাকের অভিযোগ!
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৩৮ এএম, ১০ মে ২০২৫ শনিবার

২০২৪ সালের জুলাইয়ে কারী অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে খলিল ও এনাম।
আমেনিকান কারী অ্যাওয়ার্ড হাইজ্যাকের অভিযোগ উঠেছে। আগামী ২৪ মে করোনার ট্যারাসে অন দ্যা পার্কে এই কারী অ্যাওয়ার্ড ও গালা নাইট অনুষ্ঠিত হবে। কিন্তু এই অনুষ্ঠান হাইজ্যাকের অভিযোগ তুলেছেন এনামুল হক এনাম। ঢাকার মাসিক অর্থ কন্ঠের সম্পাদক হিসেবে পরিচিত এনাম ও খলিল বিরিয়ানী হাউজের প্রেসিডেন্ট খলিলুর রহমান খলিল গেল বছর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঘোষণা দেন। কিন্তু গত ৩ মাস ধরে প্রচারণায় জানানো হয়, এই অনুষ্ঠান হচ্ছে খলিল গ্রুপ ও আশা গ্রুপের উদ্যোগে। এনামুল হক এনাম তার ঘনিষ্ঠজনদের কাছে অভিযোগ করে বলেন, আমি এই অ্যাওয়ার্ডের অনত্যম ফাউন্ডার। গেল বছর খলিলুর রহমানের সাথে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলাম। আমি বাংলাদেশে ছিলাম। নিউইয়র্কে এসে দেখছি আমার নাম ঠিকানা নেই। গেল সপ্তাহে এনাম তার ফেসবুক স্ট্যাটাসে পাল্টা একটি কারী অ্যাওয়ার্ডের ঘোষণা দেন। এতে বলা হয়, শিগ্রই তারিখ ঘোষণা করা হবে। এনামের কারী অ্যাওয়ার্ড এর ব্যাপারে জানতে চাইলে বলেন, খলিল কেন আমাকে বাদ দিল বুঝলাম না। খলিলুর রহমান আজকাল প্রতিবেদককে বলেন, এমন একটি বড় অনুষ্ঠান করতে গেলে আমাকে বড় স্পন্সরের দ্বারস্থ হতেই হবে। কারো সহযোগিতা ছাড়া আয়োজন সম্ভব নয়।
এই ঘোষণার পর এনামের আর কোন তৎপরতা চোখে পড়ে নি। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এনামের এই ঘোষণার পর খলিলুর রহমান, আকাশ রহমান ও এনামুল হক এনামের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর থেকে এনাম লাপাত্তা।
কারী অ্যাওয়ার্ডের উদ্যোক্তাদের মতে, অর্থের টানাপোড়েনেই এনামকে বাদ দেয়া হয়েছে। এই অনুষ্ঠানে লাখ ডলার খরচ হবে। এনামের এমন সামর্থ নেই। তাই অন্য একটি গ্রুপকে নিয়ে খলিল অনুষ্ঠান করছেন।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, এই অ্যাওয়ার্ডকে ঘিরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একটি পরিকল্পনা ছিল উদ্যোক্তাদের। ট্রাম্পের ক্ষমতা গ্রহন ও ইমিগ্রেশনে নজীরবিহীন কড়াকড়ি আরোপ করায় সে পরিকল্পনা ভেস্তে যায়। পিছিয়ে পড়েন এনাম। অর্থনৈতিক সংকটে পড়েন খলিল। এমতাবস্থায় জোড়াতালি দিয়ে অনুষ্ঠিত হচ্ছে কারী অ্যাওয়ার্ড।