বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৪৬ এএম, ৭ মে ২০২৫ বুধবার

ভারতীয় বাহিনীর দুইটি জেট ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

ভারত দাবি করেছে, তারা পাকিস্তান এবং পাকিস্তানি কাশ্মীরের অন্তত নয়টি জায়গায় হামলা চালিয়েছে। দেশটির দাবি, তারা পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে।

তবে পাকিস্তানের দাবি, ভারত ৫টি জায়গায় হামলা চালিয়েছে। বুধবার রাতে কটলি, বাওয়ালপুর, বাগ, মুজাফফরবাদ এবং মুরিদে হামলা চালানো হয়েছে। এতে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের দাবি তারা হামলার প্রতিশোধ হিসেবে ভারতীয় বাহিনীর দুইটি জেট ভূপাতিত করেছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ভারত।

পাকিস্তানের আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, তারা ভারতের এই আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।