মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৭ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

পরীমণি নিজেকে পরীর সঙ্গে তুলনা করলেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৯ এএম, ৪ মে ২০২৫ রোববার

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সম্প্রতি কক্সবাজার গিয়ে সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করেন ভক্তদের মাঝে। তার খুব কাছের একজন মানুষের জন্মদিন পালনের জন্য তিনি সমদ্র সৈকতে যান।

ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করে নিজেকে পরীর সঙ্গে তুলনা করেছেন তিনি। ক্যাপশনও দিয়েছেন মজার ছলেই।

তিনি লিখেছেন, ‘বলেছিলাম না! ওই বাক্সের মধ্যে জলজ্যান্ত আস্ত একটা পরী আছে। দেখো..’

পরীর এমন পোস্টে ভক্ত দর্শকেরা শুভেচ্ছায় ভাসিয়েছেন। একজন লিখেছেন, ‘পরীমণি অসাধারণ হয়েছে অনেক সুন্দর লাগছে তোমাকে।’ অন্য একজন লিখেছেন, ‘পরীটি দেখতে খুব সুন্দর।’

সর্বশেষ চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে। এরপর শোনা যায়, পরীমণি প্রেমে মেতেছেন তরুণ এই গায়ক শেখ সাদীর সঙ্গে। তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। পরীমণিকে দেখা গেছে, তার ফেসবুকে তরুণ এই গায়কের অকপটে প্রশংসাও করতে।

এদিকে দুজনের বিশ্বস্ত সূত্র জানা গেছে, তাদের সেই প্রেমের সম্পর্কে ছন্দপতন ঘটেছে। মান–অভিমান চলছে। তাই তো দুজনে ইঙ্গিতে নিজেদের ফেসবুকে পোস্ট দিচ্ছেন।