উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০৫ এএম, ৪ মে ২০২৫ রোববার

ভারত-শাসিত কাশ্মীরে গত মাসে এক মারাত্মক হামলার ঘটনায় দিল্লির সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান। শনিবার দেশটির সামরিক বাহিনী ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ৪৫০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা চালানোর দাবি করেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই উৎক্ষেপণের লক্ষ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা। পাশাপাশি ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম এবং উন্নত ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্যসহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা।
আল জাজিরা জানিয়েছে, প্রচলিত এবং পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম এই কৌশলগত ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ১৮ শতকের আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা আহমদ শাহ আবদালির নামে, যিনি ভারতীয় উপমহাদেশে অসংখ্য আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন।
আইএসপিআর উল্লেখ করেছে, শনিবার আবদালি অস্ত্র ব্যবস্থা (এডব্লিউএস) নামের এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি ছিল ‘সিন্ধু মহড়ার’ অংশ। এ সময় আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের (এএফএসসি) কমান্ডার, কৌশলগত পরিকল্পনা বিভাগ, এএফএসসির ঊর্ধ্বতন কর্মকর্তা, কৌশলগত বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা ছিলেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এর সঙ্গে সংশ্লিষ্ট সেনা, বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর উত্তেজনার মধ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘উসকানি’ হিসেবে দেখছে ভারত।