বুধবার   ২০ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৫ সফর ১৪৪৭

ঐতিহ্যের ধারায় বাফা’র বর্ষবরণ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১৭ এএম, ৩ মে ২০২৫ শনিবার


 
 
বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা)-এর উদ্যোগে অত্যন্ত বর্ণাঢ্যভাবে সম্পন্ন হলো বাফার বর্ষবরণ অনুষ্ঠান। গত বছরের মতো এবারও ছিল দুই দিনের আয়োজন। প্রথম দিন আয়োজন ছিল গত ২৬ এপ্রিল জ্যামাইকায় এবং শেষ দিনের আয়োজন হবে আগামী ১০ মে। গত ২৬ এপ্রিল জ্যামাইকার সেন্ট ম্যারি লুইস একাডেমিতে বৈশাখি উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল বৈশাখি মেলা। এবারের মেলায় নানা বয়সের মানুষের উপস্থিতি অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে দেয়। এবারের প্রতিবাদ্য ছিল ‘হে নূতন দেখা দিক আরবার’। বাফার নিজস্ব ছাত্র ছাত্রীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। বাফার এই শিল্পীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে কোন প্রবেশ ফি ছিল না। আগামী ১০ মে শনিবার ব্রঙ্কসে অনুষ্ঠিত হবে বৈশাখি উৎসব ‘গাহি সাম্যের গান’। পার্কচেষ্টারে এদিন বাফার পক্ষ থেকে একটি প্যারেড অনুষ্ঠিত হবে। বাফার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, আমাদের এবারের আয়োজন দর্শকদের মুগ্ধ করতে পেরেছে।