শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

কমিউনিটি বোর্ড সদস্য হলেন জাকির হোসেন জুয়েল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৬ এএম, ১২ এপ্রিল ২০২৫ শনিবার


 
কুইন্স জেনারেল অ্যাসেম্বলিতে প্রথমবারের মত জায়গা পেয়েছেন কমিউনিটির সকলের পরিচিত মুখ লায়ন মো: জাকির হোসেন, জুয়েল। গত ১৭ ই মার্চ কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট ডোনাবান রিচার্ডের অফিস পরিচালক সুজান এক ই-মেইল বার্তায় এটি নিশ্চিত করেন। এ ছাড়াও তিনি তৃতীয় মেয়াদে আগামী দুই বছরের জন্যে কমিউনিটি বোর্ড ২ এ বোর্ড মেম্বার হিসেবে নিয়োগ পেয়েছেন।
২০০৩ সাল থেকে পরিচালিত কুইন্স জেনারেল অ্যাসেম্বলিতে মোট ২৫ জন সদস্য ব্যুরো প্রেসিডেন্ট এক বছরের জন্য নিয়োগ দিয়ে থাকেন। সাধারণত কমিউনিটির সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন / ভলান্টিয়ার এমন সদস্যরা এখানে সুযোগ পেয়ে থাকেন। কুইন্স জেনারেল এসেম্বলি (কিউজিএ) মূলত একটি আন্তঃ সাংস্কৃতিক সংলাপ গোষ্ঠী। এর মূল লক্ষ্য হলো কুইন্সে বিভিন্ন সম্প্রদায়ের নেতা ও কর্মীদের সংলাপের টেবিলে আনা পার্থক্যগুলো উপলব্ধি করা এবং মিল খুঁজে বের করা। আমাদের কাজ হচ্ছে কুইন্স বুরোত সকল সস্প্রদায়ের সাথে একটি সু সম্পর্ক স্থাপন তৈরি করা।
সদস্যরা ২৫ শে মার্চ আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে। আগামী ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত গ্রুপের উপদেষ্টা, প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মীদের সাথে কিউজিএ-তে অংশগ্রহণ করব এবং যোগ্য প্রতিনিধি (প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে থেকে) তৈরী করতে সহযোগিতা করবে। এছাড়াও গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা মূলক প্রশাসন, কিংবা সামাজিক ও স্বাংস্কৃতিক নিরাপত্তা, কমিউনিটির সাথে উন্নত মানের সম্পর্ক স্থাপন - এই বিষয়গুলোকে সামনে রেখে কুইন্স জেনারেল অ্যাসেম্বলি ডেলিগেটরা তাদের দায়িত্ব পালন করে থাকেন। যাতে সরাসরি ব্যুরো প্রেসিডেন্টের সাথে কাজ করা যায়।
নতুন ডেলিগেট সদস্য লায়ন মো. জাকির হোসেন, জুয়েল বলেন, কমিউনিটির কাজকর্মগুলোতে আমাদেরকে আরো বেশি সম্পৃক্ত হতে হবে, তাহলে আমাদের এখানে একটা দৃঢ় অবস্থার নিশ্চিত হবে। ঐক্যবদ্ধভাবে, একসাথে মিলেমিশে কাজ করার কোন বিকল্প নেই। তিনি বলেন- আমি গত তিন বছর যাবত কমিউনিটি বোর্ড-২ এ সেফটি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। প্রথমবারের মতো এখানে একজন বাংলাদেশী চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন, এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। কমিউনিটিতে অভিজ্ঞ এবং শিক্ষিত মানুষের প্রয়োজন রয়েছে। নিউইয়র্ক শহরে নানান ক্ষেত্রে বাংলাদেশীরা এখন বেশ নামের সাথে দায়িত্ব পালন করছেন।