শনিবার   ২০ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৫ ১৪৩২   ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শ্যাম্পু ছাড়াই ঘরোয়া উপায়ে চুল পরিষ্কার করুন

লাইফস্টাইল ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৯ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

প্রতিদিন কাজের জন্য যারা ঘর থেকে বের হন তাদের চুল পরিষ্কার করা জরুরি।আর চুল পরিষ্কার করার জন্য আমরা সাধারণ বেছে নেই শ্যাম্পু।তবে আপনার প্রতিদিনের জীবন যাত্রায় যদি ঘরে শ্যাম্পু একদিন না থাকে তবে কীভাবে চুল পরিষ্কার করবেন।

আপনি জেনে অবাক হবেন যে শ্যাম্পু ছাড়াও চুল পরিষ্কার করা যায়। চুল পরিষ্কার করতে শ্যাম্পুর বদলে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান।

 

শিকাকাই শ্যাম্পু

২ টেবিল চামচ শিকাকাই পাউডার, ২ টেবিল চামচ আমলকী গুঁড়া, ১ টেবিল চামচ রিঠা গুঁড়া ও ৩ টেবিল চামচ জবা ফুলের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের গোড়ায় পেস্টটি ম্যাসাজ করুন। চুল ধুয়ে নিন সাধারণ পানি দিয়ে। শেষে আপেল সিডার ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

ডিমের শ্যাম্পু

১ কাপ টক দইয়ের সঙ্গে দুটি ডিম ফেটিয়ে নিন। ৩টি লেবুর রস মেশান। সামান্য পানি মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন মিশ্রণটি। সাধারণ পানি দিয়ে ধোয়া শেষে আপেল সিডার ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

বেকিং সোডার শ্যাম্পু

১ টেবিল চামচ বেকিং সোডা এক কাপ কুসুম গরম পানিয়ে মিশিয়ে চুল ধুয়ে নিন। সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

লেবু রস

কন্ডিশনারের সঙ্গে একটি লেবুর রস মিশিয়ে চুলের লাগান। চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন ভালো করে।