সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

উত্তরা থেকে ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২৩ এএম, ৮ এপ্রিল ২০২৫ মঙ্গলবার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার  রাতে রাজধানীর উত্তরার তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার রাতে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার বিরুদ্ধে  উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়। গ্রেফতার পরবর্তী তাকে থানায় নেওয়া হয়েছে।

এর আগে তুরিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে উত্তর-পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় পুলিশ অভিযান পরিচালনা করছে।