বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫   ভাদ্র ৫ ১৪৩২   ২৬ সফর ১৪৪৭

চলে গেলেন জোসী চৌধুরী

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১৪ এএম, ২৯ মার্চ ২০২৫ শনিবার


 
 
জ্যাকসন হাইটসের প্রিয় মুখ, সদালাপী, পরোপকারী এবং বন্ধুসূলভ মানুষ জোসী চৌধুরী আর নেই। গত ২৪ মার্চ মধ্য রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্রসন্তান, আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিচিত ও বন্ধুমহলসহ বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, জোসী চৌধুরী হাড়ের অপারেশনের জন্য গত ১৩ ফেব্রুয়ারি এলমহার্স্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে অপারেশনের পর তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এ অবস্থায় তাকে ম্যানহাটনের মাউন্টসিনাই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি গত ২৪ মার্চ রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জ্যাকসন হাইটস এলাকাবাসী এবং তার স্বজনদের আয়োজনে জোসী চৌধুরীর প্রথম জানাজা গত ২৬ মার্চ বাদ আছর জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টে সামনে দারুল হিদায়া মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটিসহ প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ তার জানাজায় অংশ নেন।
এর পর গতকাল ২৭ মার্চ বৃহস্পতিবার তার লাশ বাংলাদেশে পাঠানো হয়। ঢাকায় আরেকবার জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
উল্লেখ্য, জোসী চৌধুরী চিত্রনায়িকা রোজিনার ছোট ভাই। বাংলাদেশের তার দেশের বাড়ি ছিল রাজবাড়িতে।