শুক্রবার   ১১ জুলাই ২০২৫   আষাঢ় ২৬ ১৪৩২   ১৫ মুহররম ১৪৪৭

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫০ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাপ্রধান।

সেখানে ধারণ করা স্থিরচিত্রে দেখা যায়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। মুসল্লিদের সারিতে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিসহ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা।