বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফ্রান্সে প্রশিক্ষণ মহড়ায় দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩১ এএম, ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

ফ্রান্সের পূর্বাঞ্চলের সেন্ট-ডিজিয়ারে একটি বিমানঘাঁটির কাছে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ছয়টি আলফা জেট নিয়ে প্রশিক্ষণ মহড়ার সময় আকাশে দুটি বিমানের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, ছয়টি যুদ্ধবিমান একসঙ্গে ঘুরছে এবং রঙীন ধোঁয়া নির্গত করছে। দুটি বিমান আকাশে ধাক্কা লাগে এবং মুহূর্তেই মাটিতে পড়ে যায়।এরপর বিশাল আগুনের গোলার বিস্ফোরিণ দেখা যায়।

ফরাসি বিমান ও মহাকাশ বাহিনী এক্স-পোস্টে জানিয়েছে, দুর্ঘটনার আগে যুদ্ধবিমান দুটিতে থাকা তিন জন ব্যক্তি-দুই পাইলট ও একজন আরোহী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। বিমান বাহিনীর নির্ভুল অ্যারোবেটিক্স দল 'প্যাট্রোইল ডি ফ্রান্সের' ছয়টি আলফা জেটকে নিয়ে একটি প্রশিক্ষণ মহড়া চালাচ্ছিল।