শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫৯ এএম, ১৯ মার্চ ২০২৫ বুধবার

পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৫

রাজধানীর খিলক্ষেতে সাত বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার ওই কিশোরকে আটক করতে গেলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা পুলিশের উপর হামলা চালিয়ে একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন বলেন, মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগ এনে স্থানীয়রা এক কিশোরকে গণপিটুনি দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসার পথে সেখানে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা করে ধর্ষককে গাড়ি থেকে নামিয়ে আনেন। এরপর বিক্ষুব্ধরা ওই যুবককে গণপিটুনি দেয়। একপর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যদের উপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।

এএসআই ইসমাইল আরও জানান, রাত সোয়া ১২ টার পর থানার পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে সাধারণ মানুষ ধর্ষণের অভিযোগে একজনকে পিটিয়ে যে হত্যা করেছে বলে এমন খবর আমরা জানতে পেরেছি। তবে ওই কিশোর মারা গেছেন কিনা তা নিশ্চিত নয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ পরিদর্শকসহ পাঁচজনকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।