টাইমস স্কয়ারে তারাবি নামাজ আদায়
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০১ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার
নিউইয়র্কের প্রসিদ্ধ টাইমস স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে ‘তারাবি ইন টাইমস স্কয়ার ২০২৫’। গত ২ মার্চ শতশত মুসলমান তারাবির নামাজ আদায় করেন। এর মধ্যদিয়ে পবিত্র মাহে রমজান মাসের মাহাত্ম তুলে ধরা এবং নিউইয়র্কের মতো বৈচিত্র্যময় শহরে ইসলামিক সংস্কৃতির সৌন্দর্য ও ঐতিহ্য উদযাপন করা হলো। রমজানের প্রথম দিন থেকেই মুসলিম সম্প্রদায় টাইমস স্কয়ারে তারাবির নামাজের আয়োজন করে। যা স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ইসলামের শান্তি ও সহনশীলতার বার্তা পৌঁছে দেওয়া এবং ধর্মীয় সম্প্রীতি বাড়ানো। ওয়ে অব লাইফ এসকিউ, ড্রপলেটস এবং মুজের যৌথ উদ্যোগে আয়োজিত তারাবির নামাজ সকলের দৃষ্টি কেড়েছে। টাইমস স্কয়ারে অনুষ্ঠিত এই ইভেন্টে প্রথমদিন ১ হাজার ৫০০ জনের জন্য বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করা হয়। অংশগ্রহণকারীদের নিজস্ব জায়নামাজ নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল, যাতে তারা আরামদায়কভাবে তারাবি নামাজ আদায় করতে পারেন।
নামাজ শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখা হয়। যেখানে তারা রমজানের তাৎপর্য, সংযম এবং সামাজিক সংহতির ওপর গুরুত্ব দেন। এরপর শতশত মানুষ একত্রে সারিবদ্ধ হয়ে খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন, যা টাইমস স্কয়ারের সাধারণ দৃশ্যের সম্পূর্ণ বিপরীত এক দৃশ্যের অবতারণা করেছে।
আয়োজকরা জানিয়েছেন, নিউইয়র্ক সিটির প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়, তবে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে তারাবির নামাজ আদায় করেন।