শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

এবিএএমটিএ’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০১ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার


 
পবিত্র রমজান উপলক্ষে এসোসিয়েশন অব বাংলাদেশী আমেরিকান মানি ট্রান্সমিটারস এন্ড এজেন্টসের (এবিএএমটিএ) ইফতার ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি মাসুদ রানা তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল নাজমুল হুদা।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারি টুটুল, গিয়াস আহমেদ, কামরুজ্জামান কামরুল, রকি আলিয়ান, লায়ন আহসান হাবীব প্রমুখ।
আয়োজক সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির, সাধারণ সম্পাদক এএসএম এম উদ্দিন পিন্টু, প্রধান উপদেষ্টা মোহাম্মদ মালেক,  উপদেষ্টা আতাউর রহমান, রাকিবুজ্জামান ও এ এইচ এম কাদের।
     

সংগঠনের নেতারা বলেন, সংগঠন বাংলাদেশিদের তাই এই সংগঠনের সদস্যদের মাধ্যমে টাকা পাঠালেন তা বাংলাদেশের কল্যাণে কাজে লাগবে। তাছাড়া টাকা পাঠানোর ক্ষেত্রে কোন সমস্যা হলে বিদেশি প্রতিষ্ঠানের কাছে সেবা পাওয়া কষ্ট কর হয়। কিন্তু সে ক্ষেত্রে দেশিয় প্রতিষ্ঠানকে সহজেই পাওয়া যায়। তাই দেশিয় প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশি টাকা পাঠানো উচিত।