জালালাবাদ এসোসিয়েশেনের ইফতার পার্টি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:৫২ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

প্রবাসের অন্যতম বড় আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইফতার ও দোয়া মাহফিল গত ৩ মার্চ উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতিত্ব বদরুল হোসেন খানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. আলী ও সিনিয়র সহ সভাপতি দেওয়ান মহিউদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এম এ শাহিন, সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েল, ইফতার আয়োজনের আহ্বায়ক ও জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি শফিউদ্দিন তালুকদার শফি, , জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, জালালাবাদ এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের সদস্য উপদেষ্টা ছদরুন নুর ও সৈয়দ নাজমুল হাসান কুবাদ, ফেচুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাষ্টি আজিমপুর রহমান বুরহান, অ্যাপোলো ব্রোকারেজের সিইও ও প্রেসিডেন্ট শমসের আলী, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী, নিউইয়র্ক পুলিশের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক,
কমিউনিটি অ্যাফেয়ার্স ব্যুরোর কোঅর্ডিনেটর সার্জেন্ট এমডি লতিফ, সাবেক উপদেষ্টা সদস্য আব্দুস শহিদ, তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, ভি এন এস মার্কেটিং ডাইরেক্টর সালেহ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ কারী খালেদ মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার ও দোয়া মাহফিলের সদস্য সচিব মোহাম্মদ আলীম ও আহ্বায়ক শফিউদ্দিন তালুকদার শফি। দোয়া পরিচালনা করেন ছারছীনা পীর সাহেব শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী।
কনসাল জেনারেল মো. নাজমুল হুদা প্রবাসীদের রমজান শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কল্যাণ কামনা করেন।
সোসাইটি সভাপতি আতাউর রহমান সেলিম উপস্থিত সকলকে রমজান মোবারক ও শুভেচ্ছা জানিয়ে আগামী ৯ মার্চ বাংলাদেশ সোসাইটি ইফতারে আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম ইফতার দোয়া ও মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতায় গোল্ডেন এজ হোম কেয়ারের স্বত্বাধিকারী শাহ নেওয়াজ কে ধন্যবাদ জানান।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি শামীম আহমেদ, শফিউদ্দিন তালুকদার শফি, জাবেদ উদ্দিন ও লোকমান হোসেন লুকু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ, হুমায়ূন কবীর সোহেল, মোঃ ফজল খান, কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বদরুন নাহার খান মিতা, ছদরুন নুর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু, বোর্ড অব ট্রাষ্টি সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, কিনু চৌধুরী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার, হবিগঞ্জ সদর সমিতি সাভাপতি মিয়া মোঃ আছকির ও সাধারণ সম্পাদক আমির আলী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম তালুকদার চেয়ারম্যান, লিয়াকত আলী চেয়ারম্যান বিশিষ্ট রিয়েল এস্টেট নুর আজিম, অহসান হাবীব প্রমুখ।
বাংলাদেশ সোসাইটি সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, কোষাধক্ষ্য মফিজুল ইসলাম ভূঁইয়ার রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোঃ আখতার বাবুল, ক্রিয়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য হারুন উর রশিদ, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, মোঃ সিদ্দিক পাটোয়ারী, আবুল কাশেম চৌধুরী মনসুর আহমেদ ও হাসান খান প্রমুখ।