শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

নৌকার বিজয়ে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে ‌দ্বিতীয় দি‌নের মত উঠান বৈঠক করেছেন আশরাফুল আলম খোকন।

শ‌নিবার সকাল থে‌কেই কাপাসিয়া উপজেলার দুর্গাপুর এলাকায় উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা মার্কায় ভোট চান তি‌নি। দুর্গাপুর ৫ নম্বর ওয়ার্ডে প্রচারনা চা‌লা‌নো হয়। এছাড়া দড়িনাশেরা, ফেটালিয়া, লক্ষ্মীপুরা, একডালাসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন তিনি।

এসময় আশরাফুল আলম খোকন বলেন, আওয়ামী লীগ সরকার গত দশ বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে, অতীতের ২৮ বছরে কোন সরকার তা করতে পারেনি। আগে বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে দেয়া হয়েছিল ভিক্ষুকের দেশ। আজকে উন্নয়নের মহাসড়কে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বে রোল মডেল। বিজয়ের মাস ডিসেম্বরে স্বাধীনতার পক্ষে ভোট দিয়ে নৌকাকে আবারো বিজয়ী করতে হবে। নৌকায় ভোট দিলেই দেশের মানুষ ভাল থাকবে, হবে উন্নয়ন।

 

 

তি‌নি আরো ব‌লেন, কাউকে না খেয়ে থাকতে হবে না। অন্যদিকে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থমকে যাবে। জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি হবে। তাই উন্নয়নের ধারাবাহিকতার জন্য নৌকার বিকল্প নেই। গাজীপুর-৪ আসনের প্রার্থী সিমিন হোসেন রিমিসহ সারাদেশে নৌকায় ভোট দিয়ে বিজয়ের মাসে আরেকটি বিজয় উপহার দিন। নৌকার বিজয় হলে, জনগণের বিজয় হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

উাঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, যুবলীগ নেতা নূরে আলম সুমন, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মোল্লা, শরিফুল আলম শামীম, জাহিদুল হক দিলীপ, ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম, আকরাম হোসেন মাসুম, সোহানুর রহমান প্রমুখ।