মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

শ্রদ্ধার অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৮ শনিবার

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর (রোববার)। দিবসটি উপলক্ষে জাতীয় বীরদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে সংসদের স্পিকার, বিরোধী দল, কূটনৈতিক ব্যক্তিবর্গ, বিচারকসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানাবেন। এরপরই নামবে লাখো মানুষের ঢল।

জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে গত দুই সপ্তাহ ধরে স্মৃতিসৌধের মিনার ধোয়ামোছা আর আলোক সাজসজ্জায় কাজ করেছেন শতাধিক পরিচ্ছন্নতা-কর্মী। অপরূপ সাজে লাল-সবুজ ফুলের সমারোহে ছোট ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে। এছাড়া রং তুলির আচড়ে সেজেছে চত্বরের সিঁড়ি ও স্মৃতিসৌধের বিভিন্ন স্থাপনা। তাছাড়া বিভিন্ন জাতের ফুল গাছ লাগানো হয়েছে। স্থানীয় প্রশাসন জানায়, পরিচ্ছন্নতার পাশাপাশি রং তুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হচ্ছে স্মৃতিসৌধ আঙিনা।

এ বিষয়ে সাভার গণপূর্ত বিভাগের কর্মকর্তা জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৗশলী মিজানুর রহমান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সৌধ প্রাঙ্গণের সব আনুষ্ঠানিকতার কাজ এরইমধ্যে শেষ করা হয়েছে।

 

এ প্রসঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধের আশেপাশে নিরাপত্তার জন্য সিসিটিভি এবং পুলিশ ওয়াজ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গড়ে তোলা হয়েছে চার-স্তরের নিরাপত্তা বলয়।