মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

বইমেলায় আসছে দর্পণ কবীরের

আজকাল ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার


 

কবি ও কথা সাহিত্যিক দর্পণ কবীর’র দুটি বই প্রকাশিত হচ্ছে এবারের একুশ বইমেলায়। অনন্যা পাবলিশার্স থেকে প্রকাশিত হবে তার চতুর্থ কিশোর উপন্যাস ‘এক ঠ্যাঙা ভূত’ এবং ঝুমঝুমি প্রকাশন থেকে বের হবে ‘কথোপকথন’ নামে সপ্তম কাব্যগ্রন্থ। দুটি বইয়েরই প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। লেখকের এর আগে ২৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
দর্পণ কবীর উপন্যাস, কবিতা, গল্প, ছড়া এবং গান লিখেন নিয়মিত। সপ্তম শ্রেণীর ছাত্রাবস্থায় তার লেখালেখির হাতেখড়ি। কবিতাপ্রিয়দের কাছে তার কবিতা সমাদৃত। বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য আবৃত্তিশিল্পীরা তার কবিতা আবৃত্তি করেছেন। প্রয়াত বরেণ্য অভিনেতা ও বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে আবৃত্তি হওয়া ‘বসন্ত নয় অবহেলা’ কবিতাটি পাঠক হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
দর্পণ কবীর স্ব-পরিবারে ২০০২ সাল থেকে নিউইয়র্ক শহরে বাস করছেন। পেশায় তিনি সাংবাদিক। ঢাকা ও নিউইয়র্কে তিনি বেশ কয়েকটি মিডিয়ায় কাজ করেছেন। বর্তমানে দেশকণ্ঠ ওয়েব’র সম্পাদক। এ ছাড়া তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।