শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

ডিইউএমসিজেএএর বার্ষিক সভা ১৯ জানুয়ারি

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ৯ম বার্ষিক সাধারণ সভা আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে এ সভা হবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৯ম বার্ষিক সাধারণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ও ডিইউএমসিজেএএর প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক মন্ত্রী, সাবেক বিচারপতি, সাবেক সচিব এবং গণমাধ্যম কর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত থাকবেন।

 

আগামী ১২-১৫ জানুয়ারির মধ্যে কার্যনির্বাহী কমিটিতে থাকার আগ্রহ ফরম ৫০০ টাকার বিনিময়ে বিভাগ থেকে সংগ্রহ ও জমা দেয়া যাবে। এ ছাড়া ৯ম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণে আগ্রহী সদস্যদের আগামী ১৪ জানুয়ারির মধ্যে www.dumcjaa.com -এ অথবা বিভাগে নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।