শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন সভাপতি রচি, সম্পাদক মশিউর

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:২২ এএম, ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার

‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় ৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ’র সভাপতিত্বে এ সাধারণ সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনজুরুল হক।

২০২৫-২৬ মেয়াদে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত ওসমান রচি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিউর রহমান মজুমদার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মল্লিকা খান মুনা।

সভার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপন’র আত্মার মাগফেরাত কামনা, বেলাল আহমেদসহ অসুস্থ সদস্যদের জন্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেছেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ ওয়ালিউল আলম।

সাধারণ সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর মনজুরুল হক সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং মশিউর রহমান মজুমদার কোষাধ্যক্ষের প্রতিবেদন দাখিল করেন। সদস্যরা প্রতিবেদন দুটি অনুমোদন করেন। পরে ১৬ জন সাংবাদিককে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ঘোষণা করা হয়।