মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫   আষাঢ় ১৬ ১৪৩২   ০৫ মুহররম ১৪৪৭

বাংলাদেশ সোসাইটির অভিষেক ১৬ ডিসেম্বর

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৩ এএম, ৩০ নভেম্বর ২০২৪ শনিবার


 
প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে অনুষ্ঠিত হবে। সোসাইটির বিদায়ী কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয।
১৭ নভেম্বর সোসাইটি ভবনের নিজস্ব কার্যালয়ে বিদায়ী কমিটির বিশেষ সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো. আব্দুর রব মিয়া। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি ফারুক চৌধুরী, কোষাধ্যক্ষ মো. নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ আলম লিপি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মাইনুল উদ্দিন মাহবুব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, আখতার বাবুল, মো. সাদী মিন্টু ও সুসান্ত দত্ত ।
সভায় নতুন কমিটির অভিষেক, ক্ষমতা হস্তান্তর, নির্বাচন কমিশনের কাছ থেকে হিসাব গ্রহণ, এবং নতুন কমিটির কাছে হিসাব বুঝিয়ে দেয়ার ব্যাপারে বিস্তার আলোচনা হয়। পরে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী ১৬ ডিসেম্বর সোমবার, উড সাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও মহান বিজয় দিবস উদযাপনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সভায় অভিষেক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ানকে আহ্বায়ক এবং ক্রিড়া ও আপ্যায়ন সম্পাদক মঈন উদ্দিন মাহবুবকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। উদযাপন কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারী ফারহানা চৌধুরী, সমন্বয়কারী টিপু খান। সদস্য আবুল কালাম ভুঁইয়া ও শাহ মিজানুর রহমান।
সংস্কৃতিক উপ-কমিটি আহবায়ক ডা. শাহনাজ লিপি, সদস্য প্রদীপ ভট্টাচার্য ও সুশান্ত দত্ত। এছাড়া ম্যাগাজিন উপকমিটিতে ফয়সাল আহমেদকে আহবায়ক ও আক্তার বাবুলকে সদস্য করা হয়েছে।