সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

শপথ নিলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত সরকারের মন্ত্রিসভায় থাকছে এক ঝাঁক নতুন মুখ। নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর আগে রবিবার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা ঘোষণা করেন। তালিকায় স্থান পেয়েছেন এক ঝাঁক নতুন মুখ। মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন হেভিওয়েট নেতা।

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভায় থাকছেন ৪৭ জন। এখানে ২৪ পূর্ণ মন্ত্রীর ৯ জনই নতুন মুখ। এর আগে দায়িত্ব পালন করেছেন এমন তিনজনকে ফিরিয়ে আনা হয়েছে পূর্ণ মন্ত্রী হিসেবে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে ১৬ জনই নতুন। উপমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত তিনজনই প্রথমবার স্থান পেয়েছেন মন্ত্রিসভায়।

নবগঠিত মন্ত্রিসভা থেকে বাদ পড়া দুই উপমন্ত্রী হলেন পরিবেশ মন্ত্রণালয়ের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরিফ খান জয়।