ঘণ্টাখানেক পর নতুন সরকার
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২৮ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
ঘণ্টাখানেক পর গঠিত হচ্ছে নতুন সরকার। সেই সরকারে আসছেন নতুন মুখ। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
একাদশ সংসদ নির্বাচনে বড় জয়ের মতো মন্ত্রিসভায়ও বড় চমক আনলো আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভা গঠনে শপথের জন্য ৪৬ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার হেভিওয়েট অনকে সদস্য। সেইসঙ্গে আওয়ামী লীগের বাইরে, মহাজোটের অন্য কোনো দল থেকে কাউকে মন্ত্রিসভায় আনা হয়নি।
এবার অর্থমন্ত্রী হচ্ছেন আ হ ম মুস্তফা কামাল। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এ কে আব্দুল মোমেন। তবে স্বরাষ্ট্র, আইন আর সড়কে আগের মন্ত্রীরাই বহাল থাকছেন। বেশ চমক নিয়েই শুরু হতে যাচ্ছে নতুন সরকারের মন্ত্রিসভা। এসেছেন অনেক নতুন মুখ, সেই সঙ্গে বাদ পড়েছেন ডাকসাইটে অনেক আওয়ামী লীগ নেতা। কারো কারো হয়েছে মন্ত্রণালয় বদল।
নতুন মন্ত্রিসভায় পুরনোদের মধ্যে আগের পদেই বহাল আছেন ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রণালয় বদল হয়ে অর্থমন্ত্রী হচ্ছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এবার মন্ত্রিসভায় নতুন মুখ অনেক। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এ কে এম আব্দুল মোমেন, শিক্ষায় ডা. দীপু মনি, তথ্যে হাসান মাহমুদ, স্থানীয় সরকারে তাজুল ইসলাম, শিল্পে নুরুল ইসলাম মজিদ হুমায়ুন, খাদ্যে সাধণ চন্দ্র মজুমদার, কৃষিতে ড. আব্দুর রাজ্জাক, প্রাথমিক ও গণশিক্ষায় জাকির হোসেন, পরিবেশে মো. শাহাব উদ্দিনসহ ১৫ জন।
নতুনে নেই যারা মন্ত্রিসভায় জায়গা পাননি আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতা ও প্রভাবশালী বেশ কয়েকজন মন্ত্রী। যাদের মধ্যে রয়েছেন আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, শাহজাহান খান, মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়াসহ অনেকে। মহাজোট ও ১৪ দলের কেউই ঠাঁই পাননি নতুন মন্ত্রিসভায়। যাদের মধ্যে রয়েছেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদের মতো মন্ত্রীরা।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নতুন অনেকে। যাদের মধ্যে নৌ পরিবহনে খালিদ মাহমুদ চৌধুরী, শিল্পে কামাল আহমেদ মজুমদার, ক্রীড়ায় জাহিদ আহসান রাসেল, মৎসে আশরাফ আলী খান খসরু, স্বাস্থ্যে মুরাদ হাসান, সমাজকল্যাণে শরীফ আহমেদ, সংস্কৃতিতে কে এম খালিদ, দুর্যোগ ও ত্রাণে ডা. এনামুর রহমানসহ মোট ১৫ জন। তবে, আগের মন্ত্রণালয়েই বহাল অছেন নসরুল হামিদ, শাহরিয়ার আলম ও জুনায়েদ আহমেদ পলক।
আগের দুই উপমন্ত্রী আরিফ খান জয় ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বাদ পড়েছেন এবার। তবে নতুন করে বাগেরহাট ৩ আসনে নির্বাচিত হাবিবুন নাহার, দুই সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল পাচ্ছেন উপমন্ত্রীর দায়িত্ব।
সোমবার বিকেলে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই শপথের মধ্যদিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
