শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

ঢাকা ক্লাব অব আমেরিকার অভিষেক আজ

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৪ এএম, ২৩ নভেম্বর ২০২৪ শনিবার


 
'সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় আমরা’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা নতুন সংগঠন ঢাকা ক্লাব অব আমেরিকার অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। এতে ক্লাবের সভাপতি বেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক সেলিম রেজার নেতৃত্বে নব-গঠিত ক্লাবটির কার্যকরি কমিটি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন।
জ্যামইকার ইকরা পার্টি হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে কমিউনিটির শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়েছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সংগঠনের কার্যকরি কমিটিতে আরও রয়েছেনÑ সহ সভাপতি- মোহাম্মদ এম হোসাইন (মুক্তার), মোহাম্মদ গোলাম কিবরিয়া ও মামুন আহমেদ, যুগ্ম সম্পাদক- শফি উদ্দিন ও তারিক বিন মোহাম্মদ রুমি, কোষাধ্যক্ষ- একেএম জাকির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক- বাদশা বুলবুল, ইন্টারন্যাশনাল রিলেশন সম্পাদক- খন্দকার ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদক- সামিদা ইয়াসমীন কান্ত, সমাজকল্যাণ সম্পাদক- ফরহাদ আহমেদ চৌধুরী এবং কার্যকরী সদস্য যথাক্রমে শেখ ইলিয়াস, মুফতি জাহিদ, মোহাম্মদ জামাল উদ্দিন, সজিব চৌধুরী ও মোহাম্মদ রাসেল ভূঁইয়া।