শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

জয়ার নতুন রূপ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার


ছকে বাঁধা জীবনের বাইরেই থাকেন জয়া আহসান। কখনো কলকাতা, কখনো ঢাকা -এভাবেই যাওয়া আসার মধ্যেই বছরজুড়ে ব্যস্ততায় কাটে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকার। কারণ তিনি শুধু ঢালিউডেই নয়, অভিনয়ের মুগ্ধতায় ভাসিয়েছেন ওপার বাংলা অর্থাৎ টালিগঞ্জের দর্শকদের।

যার ফলশ্রুতিতে দুই বাংলার নাম্বার ওয়ান তমকাটা জয়ার ঝুলিতে। গেল ৪ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘বিজয়া’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এ সিনেমা মুক্তির পর দর্শকদের প্রশংসায় ভাসছেন জয়া। এবার মুক্তির অপেক্ষায় রয়েছে আরো এক সিনেমা। নাম ‘বৃষ্টি তোমাকে দিলাম’।

গতকাল অন্তর্জালে প্রকাশ পেয়েছে সাইকো থ্রিলার ধর্মী এ ছবির ট্রেলার। অর্ণব পালের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার অফিসিয়াল ফেসবুক পেইজে ১ মিনিট ৩০ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটি প্রকাশ করেন। প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া।

ট্রেলারটি শুরু হয়- 'আমি কাউকে বাঁচাতে পারি না, আমি নিজেকেই বাঁচাতে চাই না' এমনি একটি রহস্যময় সংলাপ দিয়ে। যেখানে জয়া আহসানের চোখের জল আর বৃষ্টির জল মিশে একাকার হয়ে যায়। এরপর থেকে শুরু হয় তার অজানা ভয়ের সঙ্গে স্নায়ুযুদ্ধ। জীবন হারানোর শঙ্কা তাকে তাড়িয়ে বেড়ায়। মাঝে মাঝে রহস্যের গভীরতা বাড়াতে দেখা মেলে সুব্রত দত্ত, রাজেশ শর্মা, রজতাভ দত্ত, চিরঞ্জিত চক্রবর্তীসহ আরও অনেককে। সবশেষ সংলাপে জয়া আত্মহত্যা করবেন বলে হুমকি দেন সবাইকে।

প্রথমবারের মতো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। এতে মনোচিকিৎসকের ভূমিকায় অভিণয় করেছেন চিরঞ্জিত, আর বিহারি পুলিশের চরিত্রে রাজেশ শর্মা। এছাড়াও এতে অভিনয় করেছেন সঞ্জীব সরকার, নিমাই ঘোষ, সোনালি চট্টোপাধ্যায়, তনুশ্রী চট্টোপাধ্যায় প্রমুখ।

বালাজি মোশন পিকচার্স প্রযোজিত সিনেমাটির সংগীতায়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র ও রকেট মণ্ডল। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে সে বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।