মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০১ জমাদিউস সানি ১৪৪৬

বাপ্পা-তানিয়া দম্পতির দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৮ অক্টোবর ২০২৪ সোমবার

দ্বিতীয় কন্যাসন্তানের বাবা-মা হলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন দম্পতি। সোমবার (২৮ অক্টোবার) সকালে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় তাদের সন্তান।

সন্তান জন্মের খুশির খবরটি গণমাধ্যমকে বাপ্পা মজুমদার নিজেই জানান। তিনি বলেন, ‘এ সত্যিই ভীষণ আনন্দের অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই। মা–মেয়ে দুজনেই সুস্থ আছে।’ তবে এখনো সন্তানের নাম ঠিক হয়নি বলে জানান বাপ্পা।

বাপ্পা–তানিয়ার প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতার জন্ম ২০১৯ সালের ডিসেম্বরে। এর আগে ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। পরে ওই বছরের ২৪ জুন ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের।