সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২২ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার


বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। রোববার সকাল ৯টার পর থেকে তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন।

এর ফলে ঢাকা-মায়মনসিংহ মহাসড়কসহ উত্তরার ভিতরের রাস্তগুলোতে তীব্র যানজোট সৃষ্টি হয়েছে। যানজোটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসমুখী মানুষ।

অফিসগামী বেশ কয়েকজন জানান, গতকালও পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ করেছিল। যার কারনে আমাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আজ তো সকাল থেকে শুরু করেছে। তাই কোন ভাবেই যেতে পারছিনা। শ্রমিকরা রাস্তায় না নেমে তাদের অফিসের সামনে প্রতিবাদ করতে পারত। তাদের কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে।


রাস্তা অবরোধ করা কয়েকজন গার্মেন্টস শ্রমিক বলেন, সরকার আমাদের বেতন বাড়িয়েছে। কিন্তু মালিক পক্ষ সেই বাড়ানো বেতন বোনাস আমাদের দেয়না। তারা ঠিকমত বেতনও দিতে চাই না। আমরা তো কষ্ট করে কাজ করি তাহলে কেন নায্য পাওনা দিবে না আমাদের।

এর আগে শনিবার বিকাল ৪টা থেকে ঢাকা-মায়মনসিংহ মহাসড়কে প্রথম অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ মালিকরা তাদের নায্য পাওনা দেয়না। উল্টো বেতনও সময় মত দেয়া হয়না।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে। কিন্তু তারা রাস্তা ছাড়ছে না। তাই বাধ্য হয়ে আমাদের শক্ত অবস্থানে যেতে হচ্ছে। নিরাপত্তার কারনে আমরা শক্তি প্রয়োগ করতে বাধ্য হব।

গার্মেন্টস শ্রমিকারা বলছেন, সর্বশেষ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আব্দুল্লাহপুরে পুলিশের কর্মকর্তারা গার্মেন্টস মালিকদের সাথে বসার প্রস্তুতি নিচ্ছেন। সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত তাড়া রাস্তা থেকে সরে দাঁড়াবেন না।