সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

মঙ্গলবার সৈয়দ আশরাফের কুলখানি

অনলাইন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৮ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার


আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসন মন্ত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানির জন্য মঙ্গলবার ৮ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

শনিবার রাতে সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, বাদ আছর মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানি তার বেইলি রোডের সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে। দলের সব নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের কুলখানিতে শরিক হয়ে মরহুমের জন্য দোয়ায় শামিল হওয়ার জন্য অনুরোধ করছি।

 
বৃহস্পতিবার সৈয়দ আশরাফুল ইসলাম ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শনিবার তার মরদেহ দেশে নিয়ে আসা হয়। রোববার ঢাকায় বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।