শপথবাক্য পাঠ করলেন এরশাদ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার
একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ (৬ জানুয়ারি) রোববার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অসুস্থ এরশাদ এরআগে হুইল চেয়ারে সংসদে যান। শপথ নেয়ার পর তিনি হুইল চেয়ারেই সংসদ ভবন ছাড়েন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান। এসময় জাতীয় পার্টির নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনে যান জাপার চেয়ারম্যান। গতকাল শনিবার বেলা একটার দিকে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন এরশাদ।
এর আগে গতকাল জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানান, রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শপথ নেবেন। তিনি নিয়মিত রক্ত পরীক্ষার জন্য সিএমএইচে গিয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ আছেন।
