সোমবার   ১৭ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিপিএল উপভোগ করলেন গোলাম দস্তগীর গাজী

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২৩ পিএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বিপিএল উপভোগ করলেন গাজী গ্রুপের সত্বাধীকারী ও নারায়নগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শনিবার (৫ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। বিসিবি প্রেসিডেন্ট বক্সে বসে তিনি ম্যাচটি উপভোগ করেন।

ম্যাচ চলাকালীন সেখানে উপস্থিত হন র‌্যাবের মহা-পরিচালক বেনজীর আহমেদ। নির্বাচনে জয় লাভ করায় পাপনের সঙ্গে গোলাম দস্তগীর গাজীকেও তিনি ফুল দিয়ে অভ্যর্থণা জানান।


শনিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল ষষ্ঠ আসরের পর্দা উঠেছে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে বন্দর নগরীর দল চিটাগং।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। ঢাকার দেয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৬ রানে অলআউট হয় রাজশাহী।