অনলাইনে ল্যাপটপে ছাড়
নিউজ ডেক্স
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫৫ এএম, ৬ জানুয়ারি ২০১৯ রোববার

নতুন বছরে ল্যাপটপ ক্রেতাদের জন্য তিন হাজার টাকা ছাড় ঘোষণা করেছে আমেরিকার ব্র্যান্ড আই লাইফ। ১৫ হাজার ৫০০ টাকা দামের জেড এয়ার প্রো মডেলের ল্যাপটপ এখন সাড়ে ১২ হাজার টাকায় কেনা যাবে। আই লাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত অনলাইন শপ (https://techplatoon.com.bd/product/i-life-zedair-pro/) থেকে এ ল্যাপটপ কিনলে ছাড় পাওয়া যাবে।
জেড এয়ার প্রো মডেলের সাড়ে ১২ ইঞ্চি এইচডি ডিসপ্লের ল্যাপটপটিতে রয়েছে ইনটেল প্রসেসর ও জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। শিক্ষার্থী ও অফিসের গুরুত্বপূর্ণ কাজ যেমন ই-মেইল, প্রেজেন্টেশন, ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট অফিসের মতো কাজগুলোর জন্য উপযোগী এটি। এতে ২ জিবি মেমোরি, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা আছে। এতে এক্সটার্নাল ডিভাইস ও হার্ডডিস্ক সমর্থন করে। এর ওজন ৯০০ গ্রাম। এর সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে।