হৃদয় খানের জন্মদিনে তাহসানের উপহার!
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
সঙ্গীত শিল্পী হৃদয় খানের জন্মদিনকে আরও বিশেষভাবে রাঙ্গিয়ে তুললেন আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান।
গতকাল (৩ জানুয়ারি) সন্ধ্যার পর জন্মদিনের উপহারস্বরূপ অন্তর্জালে উন্মুক্ত হলো তাহসান অভিনীত ‘লক্ষ্মীসোনা’ শিরোনামে একটি গান।
এসএ হক অলিকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। গানটির পরিচালনায়ও রয়েছেন তিনি।
আরটিভি মিউজিক-এর ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হওয়া বিশেষ এই গানটি প্রকাশের পরই শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
‘বছরের শুরুতেই প্রকাশ পেল বর্ষসেরা গান’ গানটি প্রসঙ্গে এমন অভিমতও দিচ্ছেন কেউ কেউ।
প্রশংসায় ভাসছেন তাহসান ও হৃদয় খান।
গানটির ভিডিওতে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও শিশুশিল্পী রাইসা।
