দুহাত দিয়ে আগলে রেখ: রোহমানের জন্মদিনে সুস্মিতা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
প্রেম যে বয়সের বাধা মানে না তা পুরনো কথাই। যুগ যুগ ধরে সে কথাই প্রমাণ হয়েছে বারবার।
একবিংশ শতাব্দীতে সেটি আরও জোরালো করেছেন এ যুগের যুগল বলিউড সেনসেশন সুস্মিতা সেন ও রোহমান শোল।
এই জুটির অসম প্রেম নিয়ে মুখরোচক সমালোচনা থাকলেও গায়ে মাখছেন না সুস্মিতা। বরং চুটিয়ে প্রেম করে যাচ্ছেন তিনি। সময়টা নিজেদের মতো উপভোগ করছেন এ জুটি।
দুজনের বয়সের ব্যবধান দেড় দশক। দুজনের ব্যক্তিগত সব অনুষ্ঠানে একে অপরকে দেখা যাচ্ছে। কিছু দিন আগে সুস্মিতা ৪৩-এ পা দেন। আজ ২৮ বছরে পা দিলেন রোহমান শোল।
নিজেদের সম্পর্ক নিয়ে কোনো লুকোচাপা করেন না এই যুগল। সুযোগ পেলেই দুজনের প্রেমময় ক্ষণ জনসমক্ষে আনেন তারা।
রোহমানের ২৮তম জন্মদিনে নিজের ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তা ও দৃঢ় বন্ধনের ভিডিও শেয়ার করেছেন সুস্মিতা। সুস্মিতা বোঝাতে চেয়েছেন দুজন আলাদা মানুষ হলেও তাদের একটিই আত্মা!
ভিডিওতে দেখা গেছে, রোহমান-সুস্মিতা একসঙ্গে ওয়ার্কআউট করছেন। আর পরস্পরকে আলিঙ্গনের ছবি দিয়ে লিখেছেন অসাধারণ ক্যাপশন।
‘শুভ জন্মদিন, আমার রুহ! পৃথিবীর সব আনন্দ তোমার বাহুডোরে বাঁধা থাক। তুমি দুহাত দিয়ে তাদের আগলে রেখ! দুটি মন হলেও আত্মা একটিই। কী সুন্দর বছর অপেক্ষা করছে! আমি তোমাকে ভালোবাসি! সুস্বাস্থ্য ও আনন্দ লাভ কর,’ লেখেন সুস্মিতা।
সুস্মিতার ইনস্টাগ্রামে দেয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রোহমান ও সুস্মিতার যোগাসনে ভার বহন করছেন আর ব্যায়াম চালিয়ে যাচ্ছেন সুস্মিতা। এর মিষ্টি ক্যাপশন দিয়েছেন সুস্মিতা।
লিখেছেন, ‘বিশ্বাসের সঙ্গে ভারসাম্য রাখছি আর আভিজাত্যের সঙ্গে তাল মেলাচ্ছি। তোমার সঙ্গে জীবন যেন কবিতার মতো। বার্থডে বয়। সবসময় হাসিখুশি থেকো। তোমায় ভালোবাসি, রোহমান শোল।’
এর আগে ইংরেজি পঞ্জিকা বর্ষের প্রথম প্রথরটি রোহমানের সঙ্গেই কাটান সুস্মিতা। এবারের থার্টিফার্স্ট নাইটটি আমুদেই কাটিয়েছেন এ জুটি। পরস্পর পরস্পরকে কেক খাইয়ে দিয়েছেন।
সুস্মিতা ওই দিন তার ইনস্টাগ্রামে রোহমানের সঙ্গে কেক কাটার ভিডিও পোস্ট করেছেন। যেখানে সবাইকে কেক কাটার আগে চোখ বন্ধ করে নতুন বছরের জন্য বিশেষ প্রার্থনা করতে দেখা গেছে। আর তার পরেই কাটা হয়েছে কেক। কেক কাটার পর সবাইকে কেক খাইয়ে দিতে দেখা গেছে আলিশা ও রিনিকে।
