শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

নতুন বছরে নতুন নাটকে তাহসান-তিশা

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

নতুন বছরে একটি নতুন নাটকে শুটিং শুরু করছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

সম্প্রতি রাজধানীর একটি শুটিং স্পটে তাদেরকে নিয়ে নাটকটির শুটিং শুরু হয়েছে।

নাটকটি পরিচালনা করছেন ‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। প্রচারে গোপনীয়তা রাখার জন্য এখনও নাটকের নাম প্রকাশ করতে নারাজ পরিচালক।

তিনি বলেন, ‘এখনই নাটকটি সম্পর্কে কিছু বলতে চাই না। শুটিং শেষ করে আমরা এ নাটক নিয়ে ক্যাম্পেইনে নামব। তবে ভালো কিছু হচ্ছে এটা বলতে পারি।’

নির্মাতার সঙ্গে সুর মিলিয়ে একই কথা জানিয়েছেন তাহসান ও তিশা। তাহসান বলেন, ‘তিশার সঙ্গে আগেও অভিনয় করেছি। ভালো আরও আরেকটি কাজ হচ্ছে-এটাই বলতে পারি আপাতত। তাছাড়া নির্মাতা যদি মনে করেন তার কাজের প্রচার-প্রচারণা তিনি নিজের মতো করেই করবেন, তাহলে তাকে সে সুযোগ দেয়া উচিত।’

শুটিংয়ের একটি দৃশ্যে দেখা গেছে তাহসান ও তিশা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। পরে নবাগত বউয়ের বানানো কফি নিয়ে আড্ডায় মেতে ওঠেন তাহসান।

এর আগেও এ দুই তারকা কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। সবগুলো নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। এদিকে তিশা অভিনীত কয়েকটি ছবি মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছে।