শনিবার   ০৫ অক্টোবর ২০২৪   আশ্বিন ১৯ ১৪৩১   ০১ রবিউস সানি ১৪৪৬

ভার্জিনিয়ায়, মিশিগান এবং নিউইয়র্কেও ফোবানার আয়োজন!

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:২৩ এএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার


 
 
লেবার ডে উইকেন্ডে ভার্জিনিয়া, মিশিগান এবং নিউইয়র্কে পৃথকভাবে ৩০ ও ৩১ আগস্ট এবং আগামী ১ সেপ্টেম্বর (শুক্র, শনি ও রোববার) আয়োজন করা হয়েছে ৩৮তম ফোবানা সম্মেলন। এসব সম্মেলনের আগে বছরজুড়ে ফোবানার ঐক্যের আহ্বান জানিয়ে আসছিলেন নির্বাহী কর্মকর্তাগণ। কিন্তু শেষ মুহূর্তে  এসে তা আর সম্ভব হয়নি। আলাদা আলাদাভাবে এবারের ফোবানার আয়োজন শুরু হচ্ছে আজ শুক্রবার থেকে।
নিউইয়র্কে মূলধারার রাজনীতিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদের নেতৃত্বাধীন ফোবানার কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কে। তিনি এই ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। আজ ৩০ আগস্ট শুক্রবার কুইন্সের লার্গোডিয়া ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকভাবে ৩৮তম ফোবানা কনভেনশন উদ্বোধন করা হবে। চলবে ১ সেপ্টেম্বর রোববার পর্যন্ত। এ কনভেনশনের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও লায়ন্স সিনিয়র ভাইস গর্ভনর আসেফ বারী টুটুল।
গিয়াস আহমেদ জানিয়েছেন, এবারের কনভেনশন দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা হবে।
এ ফোবানায় স্থানীয় শিল্পীরা পারফর্ম করবেন। তাদের মধ্যে রয়েছেন রিজিয়া পারভীন, ত্রিনিয়া হাসান ও শাহ মাহবুব। ফোবানাকে সফল করতে আরও দায়িত্ব পালন করছেন মাজহারুল ইসলাম জুয়েল, দেওয়ান আজিম জুয়েল, শাহজাদি পানভীন ও ফাহাদ সোলায়মান।
এদিকে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আজ ৩০ আগস্ট, ৩১ আগস্ট এবং আগামী ১ সেপ্টেম্বর আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হবে ৩৮তম ফোবানা সম্মেলন। ২৫টিরও বেশি অঙ্গরাজ্যের ৮৬টি বাংলাদেশি সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা অংশ নিচ্ছেন এবারের ফোবানা সম্মেলনে।
আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) এবার সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভার্জিনিয়ার আর্লিংটনের ২৩৫-১৮ স্ট্রিট (সাউথ) এ তিন দিনের জন্য সবার জন্য বিনামূল্যে গাড়ি রাখার বন্দোবস্ত করা হয়েছে।
৩৮তম ফোবানা সম্মেলনের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে ৩৮তম ফোবানা সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী সংগঠনের তালিকাভুক্তিতে সর্বকালের রেকর্ড ভেঙেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০-৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এবারের সম্মেলনে অংশগ্রহণকারী কলাকুশলীরাও তাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে অতীতের সকল রেকর্ড ভাঙতে সক্ষম হবেন। এ ফোবানায় নেতৃত্ব দিচ্ছেন আতিকুর রহমান ও বেদারুল ইসলাম বাবলা।
এদিকে মিশিগানে ‘মোদের গর্ব, মোদের দেশ-হৃদয়ে বাংলাদেশ’ প্রবাসী বাংলাদেশীদের মাতৃভূমির প্রতি এমন ভালবাসার শ্লোগান নিয়ে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকার জনপ্রিয় কালচারাল সংগঠন ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন 'ফোবানা’র ৩৮ তম কনভেনশন ২০২৪।
সংশ্লিষ্ট রাজ্যের ডেট্রয়েট সিটির ঐতিহ্যবাহী জেইন ফিল্ডে ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী এই কনভেনশনকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন