শনিবার   ০৫ অক্টোবর ২০২৪   আশ্বিন ১৯ ১৪৩১   ০১ রবিউস সানি ১৪৪৬

মেরিল্যান্ডে ৩৮তম ফোবানার পর্দা উঠছে আজ শুক্রবার

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪২ এএম, ৩১ আগস্ট ২০২৪ শনিবার


 
৩৮তম ফোবানার পর্দা উঠতে যাচ্ছে আজ শুক্রবার মেরিল্যান্ডে। বর্ণাঢ্য এই সম্মেলন চলবে ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। তিন দিনব্যাপী এই উৎসবে মুখরিত থাকবে মেরিল্যান্ডের ডাবল ট্রি বাই হিল্টন হোটেল । ফোবানার ৩৮তম এই সম্মেলন উদ্বোধন করবেন ম্যারিল্যান্ডের গ্যাটিসবার্গ সিটির মেয়র জুড আশমান।  হাজারো বাংলাদেশির পদধ্বনিতে মুখরিত হয়ে উঠবে হোটেল এলাকা। আয়োজকরা এখানে ফ্রি এন্ট্রি, ফ্রি পার্কিং এর ব্যবস্থা করেছেন বলে জনা গেছে।
বিশাল এই আয়োজনে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। থাকবেন ফোবানার স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী এস এইচ আজম, হোস্ট কমিটির কনভেনর জাহাঙ্গির কবীর বাবলু, হোস্ট কমিটির মেম্বর সেক্রেটারি সারোয়ার মিয়া, হোস্ট কমিটির চীফ এডভাইজর কবীরুল ইসলাম, হোস্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক এবং হোস্ট কমিটির প্রেসিডেন্ট হাদী কাইয়ুম।
মেরিল্যান্ড ফোবানার এই বিশাল আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চ্যানেল আই,  সাপ্তাহিক আজকাল, বাংলা ভিশন, এশিয়ান টিভি, মিলেনিয়াম টিভি। সম্মেলন হোস্ট করছে বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইনক। এই সম্মেলনের সাংস্কৃতিক পর্বে পারফর্ম করবেন রিজিয়া পারভীন, ডলি সায়ন্তনী, বাদশাহ বুলবুল, রানো নেওয়াজ ও মোস্তফা অনিক রাজ। চন্দ্রা ব্যানার্জীর নেতৃত্বে নৃত্য শিল্পীরা এই সম্মেলনে অংশ নেবেন। অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন ইসমাইল খোন্দকার ও নজরুল ইসলাম।