বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫   শ্রাবণ ২২ ১৪৩২   ১২ সফর ১৪৪৭

ক্যামেরার যত সর্বাধুনিক ট্রেন্ড

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:২০ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

সদ্য শেষ হল খ্রিষ্টীয় পঞ্জিকার একটি বছর ২০১৮। বিদায়ী বছরে ক্যামেরায় জাদুকরি ছোঁয়ায় স্মার্টফোন কোম্পানিগুলো পাল্টে দিয়েছে মোবাইল ক্যামেরার আগের সব ইতিহাস।

মেগাপিক্সেল বাড়ার পাশাপাশি ক্যামেরা ডুয়েল থেকে ট্রিপল হয়েছে, কোয়াড্রালও দেখা গেছে। শুধু তা-ই নয়, চার ক্যামেরার আরও বৈচিত্র্যের ঘোষণা এসেছে বিদায়ী এ বছরটিতে।

বছরজুড়ে আরও বেশি উন্নত ক্যামেরা সংবলিত ফোন আনার প্রতিযোগিতায় ন্যস্ত ছিল স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। ক্যামেরায় সেন্সরের পাশাপাশি সফটওয়্যারের দিকেও নজর ছিল বেশ। সদ্যবিদায়ী এ বছর স্মার্টফোনে ক্যামেরার কী কী যুগান্তকরি পরিবর্তন এসেছে, তা নিয়ে বিস্তারিত তথ্য চিত্র।

ট্রিপল ক্যামেরা

২ বছর আগে থেকে বিশ্বজুড়ে পরিচিত পায় ডুয়েল ক্যামেরার স্মার্টফোন। সেই ডুয়েল ক্যামেরাকে পেছনে ফেলে ২০১৮ দেখা পায় ট্রিপল ক্যামেরার। যদিও এ বছরের বেশিরভাগ ফোনে ছিল ডুয়েল ক্যামেরা সেটআপ।

অনেক ফোনে দেখা যায় ট্রিপল ক্যামেরা। স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে পি২০ প্রো ফোনে ট্রিপল ক্যামেরা আনে। ডিভাইসটির পেছনে ৪০, ৮ ও ২০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়। এলজি ভি৪০ থিংকিউ ও হুয়াওয়ে মেট ২০ সিরিজের ফোনে ছিল ট্রিপল ক্যামেরা।

এ ট্রেন্ডে পিছিয়ে নেই স্যামসাংও। তারা ট্রিপল ক্যামেরা নিয়ে গ্যালাক্সি এ৭ ২০১৮ ফোন বাজারে এনেছিল। এমনকি কোয়াড ক্যামেরার স্মার্টফোন গ্যালাক্সি এ৯ ২০১৮ সংস্করণও বাজারে আনে বিশ্বখ্যাত এ স্মার্টফোন ব্র্যান্ডটি।

এরই মধ্যে নোকিয়া অনেক আগে থেকেই ঘোষণা দিয়েছে পাঁচ ক্যামেরার ফোন আনছে নকিয়া। স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে অন্য ব্র্যান্ডগুলোর মতো নকিয়াও ক্যামেরায় নজরে দিয়েছে।

তাই সবাইকে ছাপিয়ে পাঁচ ক্যামেরার ফোন আনতে চায় এক সময়ের ফোনের বাজারের সেরা ব্র্যান্ডটি। ছবিতে ফোনের ডিসপ্লের পাশে পাতলা বেজেল দেখা গেছে। ফোনের পেছনে বৃত্তাকারে রয়েছে পাঁচটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। ধারণা করা হচ্ছে, এইচএমডির অন্যান্য ফোনের মতোই নকিয়ার এ ফোনের ক্যামেরাতেও জেইস লেন্স থাকবে।

লো লাইট ক্যামেরা

কম আলো কিংবা রাতে ব্যবহারকারীরা যেন সুন্দর ছবি তুলতে পারেন সেজন্য চলতি বছর স্মার্টফোন নির্মাতারা লো লাইট ক্যামেরার প্রতি নজর দিয়েছিল। এতে সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে গুগল। টেক জায়ান্টটির পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএলে যুক্ত করা হয়েছে বিশেষ নাইট মোডে।

এ মোড এআইয়ের মাধ্যমে রাতের ছবিতে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। শুধু গুগল নয়, হুয়াওয়ে পি২০ সিরিজের ডিভাইসগুলোতেও রয়েছে নাইট মোড। এটি কম আলোতে ভালো ছবি তুলতে সক্ষম। এ ছাড়া ওয়ানপ্লাস, শাওমি, স্যামসাংসহ জনপ্রিয় অন্যান্য ব্র্যান্ডের ফোনে লো লাইট ক্যামেরায় ভালো পারফরমেন্স পাওয়া যায়।

জুম

প্রথম টেলিফটো লেন্সের ক্যামেরাসমৃদ্ধ ফোন ছিল আইফোন ৭ প্লাস, ২০১৬ সালে ২এক্স জুম সুবিধার এই ফোনের দেখা মেলে। এরপর থেকে টেলিফটো লেন্সের ক্যামেরার ফোন গ্রাহকপ্রিয়তা পেতে শুরু করে।

বিদায়ী বছর ধারাবাহিকভাবে স্যামসাং, এইচটিসি, এলজি, শাওমিসহ অনেক স্মার্টফোন ব্র্যান্ডের ফোনে ২ এক্স জুম সুবিধা মেলে। ক্যামেরায় জুম ফিচার আরও উন্নত হয়। হুয়াওয়ে পি২০ প্রো ও মেট ২০ প্রো ফোনে ৪০ ও ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের ক্যামেরা ব্যবহার করা হয়। এগুলোতে যুক্ত ছিল ৩এক্স জুম সুবিধা। এটিকে বলা হচ্ছে হাইব্রিড জুম।

থ্রিডি ক্যামেরা

আইফোন ১০ সিরিজের পর এ বছর আসতে যাচ্ছে আইফোন ১১। এ ফোনের জন্য তৈরি হচ্ছে থ্রিডি ক্যামেরা, যার উৎপাদন শুরু হবে গ্রীষ্মের শেষে। অ্যাপল এই থ্রিডি ক্যামেরা উৎপাদনের দায়িত্ব দিয়েছে জাপানিজ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনিকে।

গেমিং, সিকিউরিটি ও ফটোগ্রাফির ক্ষেত্রে থ্রিডি ক্যামেরা অনেক বড় পরিবর্তন আনবে। গুঞ্জন আছে, নতুন আইফোনে থাকবে তিনটি ক্যামেরা। যার একটিতে কাজ করবে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিচার।

চলতি বছরের মধ্যেই ফোনের সামনে ও পেছনে দুই দিকের জন্যই তৈরি হবে থ্রিডি ক্যামেরা। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে নতুন ফোন উন্মোচন করে অ্যাপল। তাই সব ঠিক থাকলে আর ৯ মাস পরই দেখা মিলবে থ্রিডি ক্যামেরা সমৃদ্ধ নতুন আইফোনের।

এআই ক্যামেরা

স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে সফটওয়্যারের দিকেও নজর ছিল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। প্রায় প্রতিটি ব্র্যান্ডের ফোনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরার দেখা মিলে।

বিশেষ করে শাওমি, ওয়ানপ্লাস, স্যামসাং, হুয়াওয়ে, অপ্পো ও ভিভোর ফোনগুলোতে এআই ক্যামেরা যুক্ত করা হয়েছে। এআই মূলত ছবির উজ্জ্বলতা, ব্লার, কালার কারেকশনের কাজটি স্বয়ংক্রিয়ভাবে করে ছবিকে সুন্দর করে তোলে। ফ্ল্যাগশিপ ডিভাইসের পাশাপাশি মিডরেঞ্জ ও সাশ্রয়ী দামের ফোনগুলোতেও এ ফিচার ২০১৮ সালের ট্রেন্ডি হিসেবে দেখা দেয়।