রোববার   ২৭ জুলাই ২০২৫   শ্রাবণ ১২ ১৪৩২   ০১ সফর ১৪৪৭

ব্রুকলিনে বাংলাদেশ মার্চেন্টস এসোসিয়েশনের পথমেলা অনুষ্ঠিত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২৫ এএম, ২৪ আগস্ট ২০২৪ শনিবার


 
বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মার্চেন্টস এসোসিয়েশনের উদ্যোগে গত ১৮ আগস্ট রবিবার ব্রুকলিনের চার্চ এবং ম্যাগডোনাল্ড এভিনিউতে হয়ে গেল উপভোগ্য পথমেলা। নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পথমেলায় নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছিল বিভিন্ন স্টল। এসব স্টল ঘুরে নিজেদের পছন্দের জিনিস কেনেন মেলা-প্রেমীরা।
দুপুরে সংগঠনের সভাপতি মো: লুৎফুল করিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সদস্য সচিব আহসান হাবিব,প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে পথমেলার উদ্বোধন ঘোষণা করেন।
আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় মেলা মঞ্চে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুল করিম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন। মেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক ও অ্যাক্সিডেন্ট কেস বিশেষজ্ঞ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক পুলিশের কমিউনিটি অ্যাফেয়ার্সের সার্জেন্ট আব্দুল লতিফ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, সন্দ্বীপ সোসাইটির উপদেষ্টা মো. গোলাম মোস্তফা ভূঁইয়া ও বিশিষ্ট রাজনীতিবিদ ও কলামিস্ট শামসুদ্দিন আজাদ।
উপস্থিত ছিলেন হারুণ চেয়ারম্যান, ইয়াছিন আরফাত, আলী ইমাম শিকদার, এম রহমান, সালেহ আহমেদ মানিক, কাজী হায়াত নজরুল, ওয়ালিদ চেয়ারম্যান, মোহাম্মদ হোসেন, আব্দুর রশিদ বাবু, আবুল কাশেম, মোশাররফ হোসেন, কমিউনিটি একটিভিস্ট আব্দুর রশীদ বাবু,  মোহাম্মদ আলম, শামীম রুবেল, নাজমুল হোসেন, শাহাব উদ্দিন, জয়নাল আবেদীন, বখতিয়ার উদ্দীন প্রমুখ।
পথমেলার বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। আর এতে ৫ ডলারের বিনিময়ে প্রথম পুরস্কার ছিল গাড়ি। আরো ছিল এয়ার টিকেট ও সোনার গয়না।
মেলা প্রাঙ্গণে বিশাল মঞ্চে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রিজিয়া পারভীন, দিনাত জাহান মুন্নী, কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, শামীম সিদ্দিকী, চন্দ্রা রায়, রোজি আজাদসহ দেশ ও প্রবাসের শিল্পীরা গান পরিবেশন করে মেলাপ্রেমীদের মাতিয়ে রাখেন।
পথমেলার শেষদিকে র‌্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ৫ ডলারের বিনিময়ে প্রথম পুরস্কার বিজয়ী পেয়েছেন একটি গাড়ি,আরো দেয়া হয় এয়ার টিকেট, নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার। (প্রেস রিলিজ)