মুম্বাইয়ে গ্র্যান্ডমাস্টার দাবায় তৃতীয় স্থানে জিয়া
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৫১ এএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
ভারতের মুম্বাইয়ে চলমান আইআইএফএল ওয়েলথ ৪র্থ মুম্বাই আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবার পঞ্চম রাউন্ড শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৫ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে ২০ জনের সাথে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
একই ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ পয়েন্ট, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ আড়াই পয়েন্ট, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস ও জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির মো. আবজিদ রহমান ২ পয়েন্ট করে, মীর চেস ক্লাবের নাইম হক দেড় পয়েন্ট, তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও আলী আহসান জুয়েল এক পয়েন্ট করে ও ঢাকা নাইটস চেস ক্লাবের সাজ্জাদ কিশোর আধা পয়েন্ট করে পেয়েছেন।
বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়া ভারতের গ্র্যান্ডমাস্টার সন্দিপন চান্দার কাছে, ফিদে মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার দীপন চক্রবর্তীর কাছে হেরে যান। ফিদে মাস্টার পরাগ ভারতের স্নেহাল ভোসলেকে, ক্যান্ডিডেট মাস্টার সুব্রত ফ্রান্সের ত্রিতন ম্যাক্মিকে, আবজিদ নেপালের কাফলে বিনোদকে ও নাইম নেপালের দাঙ্গলে উত্তমকে পরাজিত করেন।
