বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৯ ১৪৩১   ০২ জমাদিউস সানি ১৪৪৬

কানাডা টরন্টোর সাহিত্য উৎসবের উদ্বোধনে থাকবেন তিন ইমেরিটাস পোয়েট

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

আগামী ২০ জুলাই কানাডা জার্নালের উদ্যোগে টরন্টোর শহরের সেন্ট পল ইউনাইটেড চার্চে অনুষ্ঠিত হতে চলেছে কানাডায় থাকা বাঙালি লেখকদের নিয়ে কানাডীয় বাঙালি সাহিত্য উৎসব। ছয় ঘন্টাব্যাপী এই সাহিত্য উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন টরন্টো শহরের তিন খ্যাতিমান ইমেরিটাস পোয়েট লরিয়েট। অ্যান মাইকেলস, এ এফ মরিৎস এবং জর্জ এলিয়ট ক্লার্কের মতো কানাডীয় সাহিত্যের তিন খ্যাতিমান সাহিত্যিকের উপস্থিতি এই সাহিত্য উৎসবের ব্যাপারে পুরো বাঙালি কমিউনিটিকে আগ্রহী করে তুলেছে। এই পর্বটি পরিচালনা করবেন বিশিষ্ট অনুবাদক শ্রেয়সী বোস দত্ত।  

উল্লেখ করা যেতে পারে ২০০১ সাল থেকে টরন্টো শহরের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অভিভাবক হিসেবে একজন করে বিখ্যাত কবিকে টরন্টো পোয়েট লরিয়েট হিসেবে অভিষিক্ত করা হয়। প্রথম পোয়েট লরিয়েটের দায়িত্ব পালন করেন কবি ডেনিস লী। কবি ও ঔপন্যাসিক অ্যান মাইকেলস দায়িত্ব পালন করেন ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত। অধ্যাপক এ এফ মরিৎস এই দায়িত্বে ছিলেন ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। অন্যদিকে  জর্জ এলিয়ট ক্লার্কের দায়িত্বকাল ছিল ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত। 

উল্লেখ করা যেতে পারে যে, জর্জ এলিয়ট ক্লার্ক পার্লামেন্টারি পোয়েট লরিয়েট হিসেবেও ইতোমধ্যে দায়িত্ব পালন করেছেন। অটোয়াতে পোয়েট লরিয়েট হিসেবে জর্জের সময়কাল ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত। এ প্রসঙ্গে আরও স্মরণ করা যেতে পারে যে, কানাডার প্রথম পার্লামেন্টারি পোয়েট লরিয়েট ছিলেন বিখ্যাত কবি জর্জ বাওয়ারিং।  আয়োজকদের পক্ষে জানানো হয়েছে যে, সাহিত্য উৎসবে কানাডার তিন খ্যাতিমান সাহিত্যককে মঞ্চে পরিচয় করাবেন বাঙালি কমিউনিটির তিন নন্দিত লেখক ও অনুবাদক। অ্যান মাইকেলসকে নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইয়েটস গবেষক সুজিত কুসুম পাল, ,এ এফ মরিৎসকে নিয়ে কথা বলবেন মরিৎসের কবিতার অনুবাদক মম কাজী এবং জর্জ এলিয়ট ক্লার্ককে নিয়ে বলবেন লেখক ও উপস্থাপক তাসমিনা খান।     

আরও জানানো হয়েছে আয়োজন স্থলে থাকবে দুটি কক্ষ। মেইন ফ্লোরের মূল মিলনায়নে থাকবে সকল আনুষ্ঠানিকতার ব্যবস্থা। উপস্থিত সকল লেখকের জন্য নিচতলার গ্রন্থকুঞ্জে থাকবে একটি করে নির্ধারিত চেয়ার। লেখকেরা যাতে তাদের বই প্রদর্শন ও বিক্রয় করার সুযোগ পান এবং ব্যক্তিগত পর্যায়ে ভাব বিনিময়ের সুযোগ পান তার জন্যেই এই ব্যবস্থা। যে লেখকেরা বই নিয়ে উপস্থিত থাকতে চান তাদেরকে মম কাজীকে ফোনে টেক্সট করে (ফোন নম্বর ৬৪৭-৭৭৯-৮২৪০) নিজের নাম জানিয়ে রাখতে অনুরোধ করা হয়েছে।
 
মহতী এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে কানাডার প্রথম চব্বিশ ঘন্টার টেলিভিশন চ্যানেল এনআরবি এবং সবচেয়ে জনপ্রিয় বাংলা সাপ্তাহিক বাংলা মেইল।  উৎসব স্থলের ঠিকানা St Paul’s United Church (200 McIntosh Street, Scarborough, ON M1M 3Z3)।  অনুষ্ঠানে আরও থাকবে বাংলা ভাষা ও সাহিত্য এবং বাঙালির ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নিয়ে প্রবাসে বেড়ে ওঠা কিশোর-তরুণদের জন্য কুইজ। ইংরেজি ভাষায় এই কুইজ পর্বটি পরিচালিত হবে কাহুত মাধ্যমে। কমিউনিটির সকল অভিভাবককে এই বিষয়টি নিজ নিজ সন্তানকে জানাতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।