শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

বাংলাদেশ সোসাইটির মোট ভোটার ১৮১৮৩, আয় সাড়ে ৩ লাখ ডলার

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার

বাংলাদেশ সোসাইটির ৩০ জুন  রোববার সদস্য ও ভোটার হবার ছিল শেষ দিন। এবারের নির্বাচনে বাংলাদেশ সোসাইটির মোট ভোটার সংখ্যা ১৮১৮৩। এর মধ্যে আজীবন সদস্য ৮৫৩ জন।

রোববার ভোট জমা পড়ছে প্রায় ১০ হাজার। এর আগে জমা পড়েছিল প্রায় ৭ হাজার।  আজীবন সদস্য বাদে ভোট মোট জমা হয়েছে ১৭৩৩০। এর থেকে সোসাইটির আয় হলো ৩ লাখ ৪৬ হাজার ৬০০ ডলার।

নভেম্বরে সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন প্যানেল প্রায় চুড়ান্ত । অপর প্যানেলের সভাপতি রব মিয়া নাকি রহুল আমিন সিদ্দিকী তা এখনও ঠিক হয়নি। তবে রুহুল প্রার্থী হলে জাহিদ মিন্টু তার সাথে সাধারন সম্পাদক প্রার্থী হবেন। আর রব মিয়া সভাপতি  প্রার্থী হলে তাদের সাধারন সম্পাদক খুঁজতে হবে। তা স্পষ্ট হতে আরও কয়েকদিন সময় লাগবে।

একটি সুত্র জানিয়েছে, ভোট জমা দেবার বিবেচনায় সেলিম-আলী প্যানেল কয়েক হাজার বেশি সদস্য ফরম জমা দিয়েছে।