সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

আওয়ামী লীগের মহাসমাবেশ ১৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে দলটি।

ওইদিন দুপুর ২টা ৩০ মিনিটে এ মহাসমাবেশ হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুর সোবহান গোলাপ এ তথ্য জানিয়েছেন।

এদিকে, এ সমাবেশকে সফল করতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী তার সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা করবে।