সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। আর দেশটির হাইকমিশনার হিসেবে এটাই হবে তার রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় এই বিদায়ী হাইকমিশনার। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং এ সম্পর্ক দিন দিনই মজবুত হচ্ছে।

 

এসময় তিনি বাংলাদেশে সাফল্যের সঙ্গে মেয়াদ সম্পন্ন করায় হর্ষবর্ধন শ্রিংলাকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে। এ সময়ে দু’দেশের মধ্যকার সম্পর্কও নতুন মাত্রায় উন্নীত হয়েছে। খবর বাসসের।

এ প্রেক্ষিতে ভবিষ্যতে দুটি বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ব্যাপক সুযোগ-সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন আবদুল হামিদ।

শ্রিংলা বলেন, ভারত সবসময় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরালো করতে আগ্রহী। এক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপতি ও সরকারকে আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।