মন্ত্রিসভায় থাকতে পারে বড় চমক: কাদের
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন মন্ত্রিসভায় বড় ধরনের চমক থাকতে পারে।
শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশাল জয় পেয়েছে। নতুন যে মন্ত্রিসভা গঠন করা হবে, তাতে বিশাল চমকও থাকতে পারে।
বিএনপির নির্বাচিতদের শপথ না নেয়া প্রসঙ্গে তিনি বলেন, সংসদে যোগ না দিলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তেই আটক থাকতে হবে।
প্রসঙ্গত, নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামী সোমবার বিকেলে শপথ নেয়ার কথা রয়েছে।
