বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত মহাজোটের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।
স্পিকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
