মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

খান’স টিউটোরিয়ালের আয়োজনে মাদার্স ডে উদযাপন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৬ এএম, ১১ মে ২০২৪ শনিবার


   
 
নিউইয়র্কের শীর্ষস্থানীয় টিউটোরিয়াল প্রতিষ্ঠান খান’স টিউটোরিয়াল গত ৪ মে উদযাপন করেছে মাদার্স ডে। এই উপলক্ষে তাদের জ্যাকসন হাইটস কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সন্তানদের শিক্ষা দানে মায়েদের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এবার নিয়ে দ্বিতীয় বছরের মতো খান’স টিটোরিয়াল মাদার্স ডে উদযাপন করল। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন ড. নূরুন ইউসুফ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিসন কারাজ, সীমা হক ও সঙ্গীতা রায়। অনুষ্ঠানে মায়েদের হাতে এওয়ার্ড তুলে দেয়া হয়। খান’স টিউটোরিয়ালের সিইও ডা. ইভান খান মাদার্স ডে উদযাপনে খান’স টিউটোরিয়ালের উদ্যোগ এবং প্রতিষ্ঠানের সাফল্যের কথা তুলে ধরেন।