মুরগি খেয়ে শক্তি বাড়াচ্ছেন কোহলিরা!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৭ এএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার
খেলোয়াড়রা এমনেতেই নিজেদের ফিটনেস নিয়ে বাড়তি সতর্ক। বিরাট কোহলিদের স্বাস্থ্য নিয়ে সতর্ক করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কোহলিদের মেদ কমিয়ে ফিটনেস ফিট রাখতে ‘কড়কনাথ’ মুরগি খাওয়ার পরামর্শ দিয়েছে বিসিসিআই।
ভারতীয় ক্রিকেটাররা নিজেদের স্বাস্থ্য নিয়ে এমনিতেই অনেক সচেতন। বাড়তি ট্রেনিং, বিশ্রাম শেষে খাওয়া দাওয়ার ব্যাপারে তারা সতর্ক। এতকিছুর পরও কোহলিদের কড়কনাথ মুরগি খাওয়ার পরামর্শ দিয়েছে মধ্যপ্রদেশের কৃষি বিজ্ঞান কেন্দ্র।
তাদের দাবি, কোহলিরা আগে গ্রিলড চিকেন খেত। সেখানে অতিরিক্ত কোলেস্টেরল ও ফ্যাট থাকায় তারা তা বন্ধ করে নিরামিষ খাবার গ্রহণ করছেন। এখন থেকে সেটা করার আর প্রয়োজন নেই। তারা নিজেদের ফিটনেস ঠিক রাখতে ‘কড়কনাথ’ মুরগি খেতে পারে। এই মুরগি খেলে পেশীশক্তি বাড়বে এবং মেদও কমবে।
